শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালের সন্ধ্যা ও আড়িয়াল খাঁর ভয়াবহ ভাঙন

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন তীব্র হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এক ঘণ্টার ব্যবধানে চারটি বসতঘরসহ বেশ কিছু স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি জামে মসজিদসহ আরো শতাধিক বাড়িঘর ও আশপাশের এলাকা।

গত কয়েক দিনে বাবুগঞ্জের সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন বেড়েছে। এতে আতঙ্কে রয়েছে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।

গতকাল শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামে আকস্মিক নদীভাঙনে চারটি পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত ভুক্তভোগী এলাকার বাসিন্দারা জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে বসতিগুলো বিলীন হয়ে যায় । এ সময় নদীপাড়ের গাছপালাও নদীতে তলিয়ে গেছে বলে জানা যায়। এছাড়াও ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় জামে মসজিদ, ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ ২৫টি বসতঘর চরম হুমকির মুখ রয়েছে বলে জানান স্থানীয়রা।

ভুক্তভোগী মজিদ বেপারি জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোরকম দিন কাটছিল। কিন্তু সন্ধ্যা নদী এক নিমিষেই সবকিছু শেষ করে দিল আমাদের। ভিটা-মাটিটুকু কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিল। এখন সন্তানদের নিয়ে আমরা কোথায় যাব।

ভুক্তভোগী আজিজ বেপারি জানান, রাত ১১টার দিকে হঠাৎ করে গাছপালা ও ঘরবাড়ি দেবে যাচ্ছিল। সরানোর কোনো সুযোগ আমরা পাইনি। ওই এলাকার নাজমুল ইসলাম বলেন, হঠাৎ দেখে মনে হলো এখানে ২০০হাত পানি হয়ে গেছে। তারপর অনেক জায়গা নিয়ে বসে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের কোনো জিনিসপত্র সরানোর সুযোগ দেয়নি। সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

সন্ধ্যা নদীতে বিলীন হওয়া ভুক্তভোগী চার পরিবারের মজিদ বেপারি, আজিদ বেপারি, সালেক বেপারি ও বারেক বেপারি সরকারের প্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য আহ্বান জানান।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সন্ধ্যা নদীর ভাঙনের হুমকির মুখে রয়েছে ওই এলাকার দুটি বিদ্যালয়সহ অনেক বসতবাড়ি। আমি পানি উন্নয়ন বোর্ডের প্রতি ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন । ওই এলাকার চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে ও পানি উন্নয়ন বোডের্র সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *