বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে সক্রিয় জাল নোটচক্র, হোতাদের একজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে আবারো সক্রিয় হচ্ছে জালনোট চক্রের সদস্যরা। চক্রের চিহ্নিত এক সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বেলালের ব্যাংকার ভাইয়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের মধ্যেও জাল নোট ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

১২ আগস্ট নগরীর আমতলার মোড় পানির ট্যাংকি সংলগ্ন পার্কে এলাকার জনগণ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মোঃ বেল্লাল হোসেন (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিরাজ মোল্লা জানান, ঘটনাস্থল থেকে তিনি, ১,০০০ টাকার ৭টি ও ৫০০ টাকার ১০০টি জাল নোট জব্দ করেন। উদ্ধারকৃত নোটগুলোর মোট মূল্য ৫৭,০০০ টাকা। এ ঘটনায় জাল নোট চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছে বলেও জানান তিনি।

কোতয়ালি থানা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল হোসেন ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ার গ্রামের মৃত মোতাহার আলী খানের পুত্র বলে জানা যায়। সে পলাতক আসামি সালাম শেখ (৫৮) ও স্বপন গাজী (২৮)-এর সঙ্গে মিলে জাল নোট বিক্রির উদ্দেশ্যে বরিশালে আসে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লেনদেন নিয়ে বিরোধের একপর্যায়ে চক্রের দুই সদস্য বেল্লালের হাতে জাল নোট ভর্তি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, আটক ও পলাতকরা জাল নোট কারবারের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ২৫ (এ)(বি) ধারায় মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এর আগে বেল্লাল ও তার ভাই হাফিজুর রহমানের নামে ঝালকাঠি থানায় প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে মারধর ও হুমকির অভিযোগে মামলা রয়েছে। মামলার তারিখ ২ আগস্ট ২০২৪। একই গ্রামের তানিয়া ফেরদৌস নামে জনৈক নারী তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। সূত্র জানায়, বেল্লালের ভাই এই হাফিজুর রহমান বরিশাল জনতা ব্যাংকের ক্যাশিয়ার। বেল্লাল ও তার ভাই হাফিজ মিলে এই জালনোট বাণিজ্য করছে। তাদের মতে, হাফিজ এই জাল নোট জনতা ব্যাংকের গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দেয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *