মাইদুল ইসলাম শফিক।।
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর খেয়া পারাপারের ভাড়া কমিয়ে প্রসংশিত হলেন উজিরপুর বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ্ব এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
শুক্রবার সকালে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশক্রমে সন্ধ্যা নদীর দুপাড়ের খেয়াঘাট পরিদর্শন করে ইজারা সংশ্লিষ্টদেরকে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু নির্দেশিত সরকারি নির্ধারিত চার্টের বাহিরে এর ভাড়া বেশি নেওয়া যাবে বলে নির্দেশনা দেন।
তার নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ৬টাকা এবং মোটরসাইকেলের ভাড়া ২০টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপাড়ের খেয়াঘাট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বি এন পির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা এসময় তাদের জানিয়ে আসেন যাত্রী, যানবাহন এবং পণ্য পরিবহণে সরকার নির্ধারিত টোলের ব্যতিরেকে এক টাকাও বেশি উত্তোলন করা যাবে না।
উপজেলার পশ্চিম পাড়ের পাঁচটি ইউনিয়নের মানুষের উপজেলা ও জেলা শহরে যাওয়ার একমাত্র বাহন এই খেয়া পারাপার। কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে পারাপারের ভাড়া কমানোর এ বাস্তব সিদ্ধান্তে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন সন্ধ্যা নদীর দু”পাড়ের সর্বস্তরের মানুষ। এ প্রসঙ্গে ইজারাদার উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান বলেন বানারীপাড়া- উজিরপুর বিএনপির অভিভাবক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের নির্দেশে খেয়া পারাপার ৬টাকা করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।