শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহন জামায়াতে ইসলামীর নিরব জনসংযোগে পাল্টে যাচ্ছে পুরনো চিত্র

আজিম উদ্দিন খান।।

লালমোহনে জামায়াতে ইসলামীর সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণার পর নিরব জনসংযোগ চলছে। পরিকল্পিত দাওয়াতি কাজ, নানা ধরনের জনসেবা, রোগীদের সেবা, বৃদ্ধ মুরুব্বিদেরকে দেখতে যাওয়া, মুক্তিযুদ্ধাদের সাথে সাক্ষাৎ, তরুণদের নিয়ে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ছোটো খাটো রাস্তা সংস্কার, ফ্রী সুন্নাতে খাৎনা ও মেডিকেল টীমের মাধ্যমে সামাজিক নানান কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করেছে।

এছাড়াও জামায়াতে ইসলামীর ইমাম ও আলোচকদের মাধ্যমে জুমার খুতবায় মানবিক রাষ্ট্র কায়েমের গুরুত্ব বুঝানোর ফলে জনগণের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, এ বছরের প্রথম থেকেই ১০টি ইউনিয়নের ৭টিতে দলীয় চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করে। তারা হলেন বদরপুর ইউনিয়নে দলের উপজেলা সেক্রেটারি ও নাজিরপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা রুহুল আমিন, ফরাজগঞ্জ ইউনিয়নে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মুসা, কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি ছাত্রনেতা ও ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলের এডমিন অফিসার কাজী শাহে আলম।

চরভূতা ইউনিয়নের আমীর ও বালুরচর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা নিজাম উদ্দিন। ধলিগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আমীর একাধিক বার কারা নির্যাতিত মজলুম জননেতা মওলানা জিয়াউল হক নোমান।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি, ঢাকা পল্টন থানার নির্যাতিত ছাত্রনেতা আলমগীর হোসেন সোহাগ।

রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ। সাত ইউনিয়নের সাতজন চেয়ারম্যান প্রার্থী ও ভোলা-৩ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত বিডিপির কেন্দ্রীয় সদস্য সচিব নিজামুল হক নাঈমের নেতৃত্বে পরিকল্পিত জনসংযোগে আস্থা তৈরি হচ্ছে তৃণমূলে।

গত দুই মাসে পৌরসভাসহ সব ইউনিয়নে সকাল বিকাল জনসংযোগে নেতাকর্মীদের মাঝে যেমন আস্থা তৈরি হয়েছে, তেমনি জনগণের মাঝে আলোচনার শীর্ষে রয়েছে জামায়াত।

সম্প্রতি ঢাবি ও জাবির ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের একক বিজয়ে আরো বেশি উচ্ছসিত নেতাকর্মীরা। পুরো টীম তারুণ্য নির্ভর হওয়ায় তরুনরা বেশি আগ্রহ দেখাচ্ছে।

এবিষয়ে লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির বলেন, “জনগণের ব্যাপক সারা পাচ্ছি।”। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শ্রমিক আন্দোলনকে ছড়িয়ে দিতে দিন রাত অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনকে বেগবান করতে নিয়মিত কাজ করছেন।

ধলিগৌরনগর ইউনিয়নে নানা সামাজিক কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জিয়াউল হক নোমানসহ পুরো টীম। এই ইউনিয়নে কয়েকটি সামাজিক সংস্থা নিয়মিত জনগণের দোড় গোড়ায় নানান কর্মসূচি নিয়ে মজবুত অবস্থান তৈরি করেছে।

কালমা ইউনিয়নে কাজী শাহে আলম প্রতি জুমায় নিজ ইউনিয়নের বিভিন্ন মসজিদে জুমার পূর্বে মানবিক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখছেন।অন্যদিকে পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে পুরো উপজেলায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা এমএ হাসান।

তিনি বিভিন্ন সভায় আলোচনা করে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। এতে জনগণের মধ্যে জামায়াত নেতৃবৃন্দ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্রার্থী আলমগীর সোহাগ ইতোমধ্যে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন।

তিনি বলেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন কায়ে করেছে। জনগন তরুণ ও সৎ নেতৃত্ব বেছে নিতে ভূল করবেনা। দলীয় সূত্রে আরো জানা যায়, পৌরসভার মেয়র, লালমোহন সদর ও পশ্চিম চরউমেদ এবং মোতাহার নগর ইউনিয়নের প্রার্থী ঘোষনা করে নিয়মিত জনসংযোগ অব্যাহত রাখলে লালমোহন উপজেলা হতে পারে জামায়াতের মজবুত ঘাঁটি।

এ বিষয়ে বিএনপির সাবেক এক উপজেলা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এভাবে বিএনপি চললে আর জামায়াতে ইসলামী মাঠ ঘুচাতে পারলে আগামী নির্বাচনে ছয়বারের এমপি মেজর হাফিজ চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এবিষয়ে নিজামুল হক নাঈম বলেন, আগামী বাংলাদেশ হবে নতুন ডিজাইনে তরুণদের বাংলাদেশ। আর সেই বাংলাদেশের কারিগর জামায়াতে ইসলামী।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *