মাইদুল ইসলাম শফিক।।
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে অভয়আশ্রম, উন্মুক্ত জলাশয় ও আবাসন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১৫সেপ্টেম্বর সোমবার উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরন এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান। পরে সলিয়াবাকপুর আবাসন, উত্তপাড় আবাসন, দত্তপাড়া আবাসন, জিরাকাঠী আবাসন, রায়েরহাট খাল, সরদারবাড়ি খাল, জম্বুদ্বীপ অভয়আশ্রম, চাখার বাঘরা অভয়আশ্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মোঃ গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা।এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক নুরুজ্জামান পলাশ, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী সাংবাদিকদের জানান, পোনা অবমুক্তি কার্যক্রম মৎস্য অধিদপ্তরের জনবান্ধব কর্মসূচির মধ্যে অন্যতম। প্রতি বছরের ন্যায় ২০২৫-২৬ অর্থবছরেও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্মুক্ত জলাশয় ও সরকারি আবাসনে পোনা অবমুক্ত করা হয়েছে। ৩১২কেজি রুই জাতীয় মাছের পোনা ছাড়া হয়েছে।এছাড়াও তিনি বলেন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য দপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।