আজিম উদ্দিন খান।।
ভোলার লালমোহন ফরাজগঞ্জ মুসলিমিয়া আলিম মাদরাসার নবীনবরণ ও রবিউল আউয়াল উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার মাদরাসার অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাইয়্যেবা, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়াও পঁচিশটি প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঁয়তাল্লিশ জন আলিম ক্লাসের নবীণ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।
পবিত্র রবিউল আউয়াল মাসের সিরাতুন্নবী( সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানটি গ্রামীণ জনপদে ইতোমধ্যেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার স্বীকৃতি স্বরূপ দাখিল শ্রেণী থেকে আলিম শ্রেণীতে উন্নীত হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।