শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
islamibank

পাথরঘাটায় ইসলামী ব্যাংকের ৩৯৬তম শাখার উদ্বোধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর ৩৯৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌর শহরের মোক্তার পট্টিতে এ শাখার উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর পাথরঘাটা ব্যাবস্থাপক মো. লকিতুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।

এ সময় আরো উস্থিত ছিলেন- ‍ইসলামী ব্যাংকের বরিশাল জোনাল হেড মো. সরোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. আবুসালেহ, পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহসিন-উল কবির, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. শামীম আহসান, পৌর আমীর মাওলানা মাসুদুল আলম, বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, সমাজ সেবক মাহবুবুর রহমান খান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। গ্রাহকেরা এ ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন। এ ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ব্যাংক কর্মকর্তাদের আন্তরিক সেবা দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে পাথরঘাটার মৎস্য শিল্পের প্রসারে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংকের সাফল্য কামনা করে দোয়া মাহফিল করা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *