বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
abul hasanat

হাসানাত-হারিছসহ ৯০ জনকে আসামি করে আরো এক মামলা

গৌরনদী প্রতিনিধি।।
বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হরিছুর রহমানহ ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৯০ জনকে আসামি করে বুধবার গৌরনদী মডেল থানায় আরো একটি মামলা দায়ের করেছে। খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃআক্কেল আলী সরদার বাদি হয়ে মামলাটি করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মির হামলা-মামলা ও নির্যাতনের ঘটনায় এ নিয়ে আসামিদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হরিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা বিএনপির সহসভাপতি, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদ ওরফে ভিপি সুমন, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ছভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দ্বিপ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদি আক্কেল আলী এজাহারে উল্লেখ বলেন, মামলার আসামিরা ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা দিকে মাগুরা মাদারীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির সভা চলাকালীন সময়ে ১নং আসামি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশ ২নং আসামি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হরিছুর রহমানের নেতৃত্বে নেতৃত্বে ৮৫/৯০ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা আগ্নেয় অস্ত্র, গোলাবারুদ, ধারাল অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে বিএনপির ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ নেতাকির্মকে রক্তাক্তভাবে জখম করে এবং আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। একই দিন রাত ৭টার দিকে খাঞ্জাপুর বাকাই সর্দার প্লাজা মার্কেটের সামনে এসে সন্ত্রাসীরা বোমার বিষ্ফোরন ঘটিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

অভিযোগের ব্যাপারে জানতে এজাহারভূক্ত আসামিদের ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি বিএনপি নেতার্কিমর সভায় হামলা ও একটি মার্কেটে হামলার ঘটনায় বিএনপি নেতা আক্কেল আলী বাদি হয়ে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হরিছুর রহমানহ ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৯০ জনকে আসামি করে বুধবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

Muladi kamal

মুলাদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধ॥ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওয়তায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *