বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের আয়োজনে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম.জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থেকে বাছাইকৃত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে সেরা দশজন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও মূল্যবান সীরাত গ্রন্থ প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য ছিল সান্ত্বনা পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান, ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসেন এবং পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ মনির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রশিবির সভাপতি মঈন বিন সাইফুল্লাহ।

প্রধান শিক্ষক শাহ মোঃ নোমান বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং একাডেমিক সিলেবাসের বাইরে মূল্যবান জ্ঞান আহরণের সুযোগ তৈরি করে।”

ভোলা জেলা সভাপতি জসিম উদ্দিন তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে ছাত্রশিবিরের ভূমিকার কথা তুলে ধরেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসেন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও ভবিষ্যৎ কর্মজীবনের দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মঈন বিন সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় ছাত্রশিবিরকে পাশে পাবে। কারণ ছাত্রশিবির শুধুমাত্র ছাত্রসমাজের কল্যাণে কাজ করে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *