কাজল দে হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি ব্যবসায়ীক দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
রবিবার, ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে থাকা মালিক ইউসুফ হাওলাদার দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তার ডাকচিৎকারে বাজারের পাশ্ববর্তী এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, ততক্ষণে দোকানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলীর ভ্যারাইটিজ ষ্টোর, সালাউদ্দিন হাওলাদারের মুদি দোকান, মালেক আকনের বস্ত্র বিতান, সহিদ সরদারের মুদি দোকান, সিয়াম হাওলাদারের বস্ত্র বিতান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরো ৩টি দোকান আংশিক পুড়ে যায়।
তবে স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান এসব ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চর অঞ্চল হওয়ার কারণে এখানে ফায়ার সার্ভিসে কর্মীদের পৌঁছানো সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের শান্তনা দেন। তাঁদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।