শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য- ইউএনও মোহাম্মদ ইব্রাহিম

সোলায়মান তুহিন।।

‎বিশ্ব শিক্ষক দিবস’ ২০২৫ উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও শিক্ষক সমাজের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫অক্টোবর, রবিবার, বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

‎​এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎​
‎​আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম।

‎​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইব্রাহিম শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই— আপনারা শিক্ষার্থীদের মধ্যে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করুন। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট নাগরিক প্রয়োজন, আর সেই নাগরিক তৈরির মূল দায়িত্ব আপনাদেরই।” তিনি শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন।

‎​এতে বক্তব্য রাখেন বরিশাল জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ বাবু, আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাদাত হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

‎​বক্তব্যে শিক্ষক নেতৃবৃন্দ সরকারের কাছে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে তাদের ন্যায্য দাবি-দাওয়াগুলো তুলে ধরেন। তাদের দাবির মধ্যে প্রধান ছিল সকল স্তরের শিক্ষকদের জন্য বৈষম্যহীন বেতন কাঠামো নিশ্চিত করা, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন ও অন্যান্য সুবিধার পার্থক্য কমানো, শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং অবিলম্বে শিক্ষা জাতীয়করণ করা। বক্তারা বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা আরও উৎসাহের সাথে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন, যা সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে সহায়ক হবে।

‎​প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন, বিল্লগ্রাম শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহিন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *