নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার লাখো মানুষের জমায়েত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের সোনা মিয়ার পুল সংলগ্ন বিশাল ময়দানে তাবলীগ জামাতের এ ইজতেমায় বরিশাল বিভাগসহ দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেছেন ।
আল্লাহু আকবর ধ্বনিতে মুখর পুরো ইজতেমা ময়দান। আজ ২০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যে শেষ হবে ইজতেমা।তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনার অন্যতম সাথী রাশেদুল ইসলাম জানান, ইজতেমায় কয়েক লাখ মুসল্লির সমাগম হয়েছে।
এতে মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসলিরা উপস্থিত রয়েছেন। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য ট্যাপ, পাশের পুকুর এবং টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে।
রাতে আলোর জন্য বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশ জানায়, ইজতেমা মাঠের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পাল করছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।