বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে অন্তরবাম খাল বন্ধ করল প্রশাসন

হিজলা প্রতিনিধি।।

হিজলার মেঘনা নদীতে টানা তিন দিন ধরে চলছে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীর যৌথ অভিযান। উপজেলার মেঘনা নদীর মূল পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে অভিযান পরিচালনা কমিটির টাস্কফোর্স সদস্যরা।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা একযোগে অংশ নিচ্ছেন এই অভিযান পরিচালনায়।

অভিযানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হিজলা গৌরবদী ইউনিয়নের অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খালটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এই খাল দিয়ে সংঘবদ্ধ একটি চক্র প্রায় প্রতি রাতেই অবৈধভাবে ইলিশ শিকার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নৌ) ইমরান হোসেন মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম , কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সাইফুল ইসলাম, এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল তৃতীয় দিনে সরাসরি অভিযান পরিচালনা করেন।

তৃতীয় দিনের অভিযানে ১৯,৫০০ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার জানান, মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাছ শিকার বা পরিবহনের সাথে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *