শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বড়জালিয়া ইউনিয়নে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

বিশেষ প্রতিবেদক।।

বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

মঙ্গলবার (৭অক্টোবর) তিনি ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর, হিজলা লঞ্চঘাট, কাশিমা বাজার ও শান্তির বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, জাামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরউল্লাহ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার আবুল খায়ের, মাওলানা আবদুল মতিন, মাওলানা আবদুল জলিল, মাওলানা মহিউদ্দিন ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *