এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তিনি শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে পাঠদানের আধুনিক পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।