বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বোরহানউদ্দিনে গুণী শিক্ষক সংবর্ধনা ও মতবিনিময় সভা

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গুণী শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। তিনি শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে পাঠদানের আধুনিক পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *