বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিস্তলসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সা. সম্পাদক গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি মির্জাগঞ্জের আব্দুল মোতালেব ফরাজীর ছেলে। বৃহস্পতিবার ভোরে সুবিদখালী এলাকায় তার বাড়ির দুটি কক্ষে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রে তৈরি ৭ পয়েন্ট ৬৫ মিমি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি।

মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আমেরিকায় তৈরি। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ফরাজী এবং উদ্ধারকৃত অস্ত্র মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে ব্যবহৃত হয়েছে, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বেআইনি অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *