চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা ভোলা-৪ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেছেন,তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং কল্যাণ কর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাষ্ট্র ক্ষমতায়নের নেতৃত্ব দেখতে চায় জনগণ।শুক্রবার (৪জুলাই) বিকালে ভোলার চরফ্যাশনে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার সকাল থেকে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া বাজার, রুহুল আমিন চেয়ারম্যান বাজার, আট কপাট বাজার, অলি বেপারী দোকান, খেজুর গাছিয়া বাজার, ও চেয়ারম্যান বাজার সহ বিভিন্ন বাজারে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এছাড়াও ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদ ওমর ফারুক এর কবর জিয়ারত করেন, কচ্ছপিয়া জামে মসজিদে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় এডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া আরো বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রয়েছে তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কারসহ সবকিছু বলা হয়েছে।তাই আমি মনে করি আগামীতে স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মেজরিটি পার্সেন্ট ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।