আমতলী প্রতিনিধি।।
আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকার সুপ্রিমকোর্ট ক্যান্টিন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা যথাক্রমে মোঃ রাজা ইব্রাহিম, মোঃ হাসিব, মোঃ আমিমুল এহসান এবং মোঃ আতিকুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক ও ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার।
আবদুর রহমান সালেহ’র সঞ্চালনায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর গাজী মোঃ কাওছারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কবির তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহবুব আলম শিকদার, মতিঝিল মডেল স্কুলের সিনিয়র শিক্ষক আমানউল্লাহ আমান, পুলিশ সদস্য আরিফুল ইসলাম, দৈনিক সবুজ বাংলাদেশ এর বিভাগীয় প্রধান (অনলাইন ও অপরাধ) মাহতাবুর রহমান, স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজী, সাধারণ সম্পাদক আল আমিন খান সহ অনেকে।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর গাজী মোঃ কাওছার বলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই আমি ভেবে আসছি কিভাবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন এবং অনন্য উদাহরণ তৈরি করা যায় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তারই একটি আয়োজন। নিকট ভবিষ্যতেও সৃজনশীল এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে বন্দর মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেয়ার ইচ্ছে রয়েছে আমার। আমি সকল ইতিবাচক উদ্যোগে আমতলীর মানুষদের সহযোগিতা, আন্তরিকতা কামনা করছি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।