বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নলছিটিতে প্রতিবন্ধী ব্যক্তির অপ্রত্যাশিত সম্পদ রহস্যে চাঞ্চল্য

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

নলছিটি থানার ৭নং নাচন মহল ইউনিয়নের নাচন মহল গ্রামের মোঃ মোক্তার আলী হাওলাদারের চার নাম্বার ছেলে প্রতিবন্ধী মোঃ মজিবুর রহমানের হঠাৎ বিপুল সম্পদের উৎস নিয়ে স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মজীবনে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন মজিবুর রহমান। ২০০০ সালে একটি ভয়াবহ দুর্ঘটনায় তার দুটি হাতের অর্ধেক অংশ কর্তিত হয়, যা তাকে স্থায়ীভাবে প্রতিবন্ধীতে পরিণত করে। এরপর থেকেই তিনি আর্থিক সংকটের মধ্যেই দিনাতিপাত করছিলেন বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে।

তবে গত কয়েক বছরে তার আর্থিক অবস্থায় আসে আমূল পরিবর্তন। স্থানীয়দের দাবি, বর্তমানে তিনি বরিশালের রুপাতলী আহমেদ মোল্লা সড়কে প্রায় দশ শতাংশ জমির উপর ছয়তলা একটি ভবন নির্মাণ করেছেন এবং গ্রামের বাড়িতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায় একতলা একটি বিল্ডিং নির্মাণ করেছে, এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার প্রায় দুই কোটিরও বেশি টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) রয়েছে বলে জানা গেছে।

একটি ভিডিও ফুটেজে তাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সাথে দেখা গেছে।

মজিবুর রহমানের এই আকস্মিক সম্পদ বৃদ্ধির পেছনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। অনেকের মতে, একটি বৈধ ব্যবসা বা সরকারি প্রতিবন্ধী ভাতা ও সহায়তা তহবিল থেকে এই অর্থ পাওয়া গেছে কিনা, তা নিয়ে তদন্ত হওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন, রাজনৈতিক যোগসাজসের কোনো অসাধু পথেও এই অর্থের যোগান হতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান বা স্থানীয় প্রশাসনের কোনো পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, একজন সাধারণ প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে এত অল্প সময়ে এত বড় অংকের অর্থের মালিক হওয়া সহজসাধ্য নয়। তারা এই অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছতা এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *