বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দশমিনায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা অব্যাহতি, নেতার দাবি ‘সব ষড়যন্ত্র’

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় দেশীয় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে চর বোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেজাউল ইসলাম নিরবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালী জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। তবে একই দিনে অব্যাহতিপ্রাপ্ত এই ছাত্রদল নেতা চাঁদাবাজির অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী জেলেরা জানান, গত ১২ অক্টোবর সন্ধ্যায় চর শাহজালালের জেলে মো. মাইনুদ্দিন পালোয়ান (৩৫) তার ফুফাতো ভাই ও দুই ভাগিনাকে নিয়ে ধলার চর থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পাগলার বাজার খালের গোড়ায় চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজাউল গাজী ও তার ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ট্রলারসহ আটক করে। জেলেদের জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদার জন্য রাতভর তাদের আটকে রাখা হয়। পরে ভোররাতের দিকে ১০ হাজার টাকা চাঁদা দিয়ে জেলেরা মুক্তি পান।

ভুক্তভোগী জেলে মাইনুদ্দিন বলেন, “আমার শ্বশুরবাড়ি থেকে জাল নিয়ে বাড়িতে ফেরার পথে ছাত্রদল নেতা রেজাউল আমাদের ট্রলার আটকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় রাতভর আটকে রাখে। পরে এক আত্মীয় ১০ হাজার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনেন।”

ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে বুধবার দুপুরে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে, বুধবার দুপুরে দশমিনায় এক সংবাদ সম্মেলন করে অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেজাউল চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।”

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *