শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত নাসিম আকন 

বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে। শনিবার উপজেলার নলবুনিয়া বাজার এলাকায় ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নাসিম উদ্দিন আকন উপজেলার শুক্তগড় ইউনিয়নের সাংগর গ্রামের মৃত আব্দুল কাদের আকনের ছেলে।

জানাগেছে, ঠিকাদারি কাজের স্থান পরিদর্শন শেষে রাজাপুরে আসার পথে নলবুনিয়া বাজার থেকে মহাসড়কে ওঠার সময় হামিম নামের একটি পরিবহনের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে ডোবার মধ্যে পরে যায়। স্থানীয়রা ডোবা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে পাঠায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে তার মৃত্যুতে রাজাপুর উপজেলা সহ ঝালকাঠি জেলায় শোকের ছায়া নেমে পরে। বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভেঙ্গে পরেছে।২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান ওমর বীরউত্তম আওয়ামীলীগে যোগদানের পর বিএনপির দূর্দিনে নাসিম উদ্দিন আকন দলকে সুসংগঠিত করে রেখেছিলেন।
নাসিম আকনের মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃশাহাদাত হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে শোকবার্তা জানান।

ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত নাসিম আকন এর অকাল মৃত্যুতে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি সহ সকল নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমীর নাসিম আকন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *