শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে ‘না’ বলুন-মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে।

এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাঁধা। বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি গত কয়েক লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।

মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে-নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীই সক্ষম উল্লেখ করে জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র, বাক স্বাধীনতা ও দেশের উন্নয়ন চাইলে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জামায়াতের মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানগণ তাদের দ্বায়িত্ব পালনকালে কোন রকম দূর্নীতি না করে প্রমান করে দিয়েছেন-সদিচ্ছা থাকলে দূর্নীতিমুক্ত থেকেই রাষ্ট্র পরিচালনা সম্ভব। তাই আদর্শ একটি সমাজ গড়তে হলে দূর্নীতিমুক্ত মার্কা দাঁড়িপাল্লা, ন্যায় ইনসাফের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে-যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারী জহিরুল হক। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারী মোঃ আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রব।

এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *