লালমোহন প্রতিনিধি।।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫অক্টোবর) দুপুরে ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার অফিস কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি ভোলা হোসাইনিয়া প্রি-পারটরি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এছাড়াও লালমোহনের আটটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান গুলো হলো হা- মীম রেসিডেনসিয়াল একাডেমী, ইসলামিক মডেল মাদরাসা,লালমোহন মডেল একাডেমী, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল এন্ড মাদরাসা, রায়চাদ রেসিডেনসিয়াল মডেল স্কুল, বাংলাবাজার মডেল একাডেমী, সেকান্তর নগর একাডেমী ও লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল।
উল্লেখ্য আগামী ১৫নভেম্বর লালমোহনে আটটি প্রতিষ্ঠানের ৩২৭শিক্ষার্থী (ওয়ান-ফাইভ) বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।