শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাকেরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, খোকন হাওলাদার, কামরুল ইসলাম টিপু, বাবলু মাঝি, ইসমাইল হোসেন, মিরাজ মাঝি, যুবদলের নেতা বেল্লাল হোসেন, মেহেদী হাসান, জুয়েল খান, জহিরুল ইসলাম সুজন, জসিম হাওলাদার, লিটন, আরিফুল ইসলাম খান, আবু হানিফ, পলাশ আকন, মামুন, রায়হান প্রমুখ।

এ সময় আলোচনা সভায় পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা আজ সময়ের দাবি। যুব সমাজ দেশের ক্রান্তিকালে সবসময়ই অগ্রভাগে ছিল, এখনো আছে। আমরা বাকেরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করে গনতন্ত্র পুনরুদ্ধারর মাঠে থাকবো।“

সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম বলেন, গণতন্ত্রের জন্য এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে যে কোনো ত্যাগ স্বীকারে যুবদল প্রস্তুত। আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও সুন্দর আগামী নিশ্চিত করতে ঐক্যবদ্ধ।”

বক্তারা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি নবপ্রেরণার প্রতীক। গঠনতন্ত্র ও আদর্শিক চেতনাকে ধারণ করে সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *