বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ২০০৬ সালের ২৮অক্টোবর আওয়ামী লগি বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৮অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রাজাপুর উপজেলার প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা কবির হোসেন এর সভাপতিত্বে ও নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক ডাঃহেমায়েত উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন ঝালকাঠি জজ কোর্টের এপিপি শহিদুল্লাহ জোমাদ্দার, সদর ইউনিয়ন আমীর মাওলানা আউয়ুব আলী,মাস্টার ফারুখ আহম্মেদ, মাওঃহেমায়েত উদ্দীন প্রমূখ।
ডাঃ হেমায়েত উদ্দীন বলেন, ২৮শে অক্টোবরের ঘটনায় পাষন্ড আওয়ামীলীগ এর গুন্ডারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কিছু মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই কাজ করেনি, তারা এই কাজ করেছিল এই দুই সংগঠনে যারা নেতৃত্ব দেন, তাদেরকে নির্মমভাবে, পাশবিক কায়দায় দুনিয়া থেকে বিদায় করার মাধ্যমে গোটা জাতির অন্তরে ভয় ধরিয়ে দিতে চেয়েছিল। খুনি হাসিনার নির্দেশে আওয়ামীলীগের গুন্ডারা সেদিন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, মীর কাসেম আলী সহ শীর্ষ স্থানীয় নেতাদের শাহাদাত করতে চেয়েছিল।
২৮শে অক্টোবরের ঘটনা দেশ ও জাতির জন্য লজ্জার, জামায়াতে ইসলামীর জন্য কষ্টের, শহীদ পরিবারগুলোর জন্য গর্বের। আমাদের ভাইয়েরা যেমন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তেমনি আমাদের এই প্রিয় সংগঠন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সে দিন নেতৃবৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়ে তারা বাঁকা পথ বেছে নিয়েছিল। সেই বাঁকা পথেই সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে মামলা মোকদ্দমা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে হাজারো কেলেঙ্কারীতে পরিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে।

বক্তারা আরো বলেন, ২৮অক্টোবর স্বৈরাচার হাসিনার নির্দেশে আমাদের নিরীহ ভাইদের লগি বৈঠা দিয়ে শুধু মেরেই ক্ষ্যান্ত হয়নি,রক্তপিপাসুরা তাদের লাশের উপর নৃত্য করেছে।আমরা জামায়াতে কর্মীরা প্রত্যেকে নির্যাতনের শিকার সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের দ্বারা।২০০৬ সালের ঘটনা একটি পরিকল্পিত আন্তর্জাতিক ঘটনা, তারা চেয়েছিল এদেশ থেকে ইসলামী শক্তিকে মুছে ফেলতে।
আজকে নতুন বাংলাদেশে আমাদের যে সুদিন তা একদিনে অর্জিত হয়নি, ২৮ অক্টোবর থেকে ২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত হাজারো মায়ের সন্তানের বুকের তাজা রক্তের মাধ্যমে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই হায়েনা আওয়ামী সন্ত্রাসীদের আর এই দেশে ফিরতে দেওয়া যাবে না। আজকে আপনারা যে পদ্মা সেতু দেখছেন তা আমাদের জন্য তৈরী হয়নি ভারতের আধিপত্যবাদ বজায় রাখতে এই সেতু তৈরী করেছিল স্বেরাচার হাসিনা।
আলোচনা সভা শেষে ২৮অক্টোবরে শাহাদাত বরণকারী ও জুলাই বিপ্লবে শহীদদের জন্য রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।