জেলা প্রতিনিধি ভোলা।।
ভোলা সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে । এতে আরাফাত ইসলাম ইফতিকে আহ্বায়ক ও আবদুস সামাদকে সদস্য সচিব করা হয়েছে ।
শুক্রবার (৩১অক্টোবর) জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৮সদস্যের এই কমিটি ঘোষণা করা হয় । কমিটিতে তানবীর হোসেন শুভকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এছাড়াও মো. ফজলে রাব্বি, সাকিব হোসেন শাখাওয়াত, মো. রায়হান তালুকদার, আব্দুল বারী তানিম, মো. নাঈম হাসান, মো. হারিস পাভেল, আরিফ হোসেন, সাইফুল ইসলাম মিঠু, সিফাত উল্লাহ সিফাত, মমিনুল ইসলাম, মো. কামরুল হাসান, আব্দুল্লাহ আল জিসান, আমিনুল ইসলাম যাবেদ, জিহাদুল ইসলাম, নাইম ইসলাম আসিফ, মো. রাজু, সাফায়ত হোসেন সাফী পেয়েছেন যুগ্ম আহ্বায়কের পদ ।
সদস্য পদ দেওয়া হয়েছে আদনান হাছান, মো. আরিফ হাছান তাসীন, আবু সুফিয়ান, মো. সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, বিল্লাল, মো. জিদান আনাবীর ও মো. আাশরাফুল আলমকে।
কলেজ ছাত্রদলের নতুন এই কমিটি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও আগামী দিনে ছাত্রদের স্বার্থরক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।