সোলায়মান তুহিন, গৌরনদী
বরিশালের গৌরনদীতে শনিবার (১নভেম্বর) এক উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হওয়া আলোচনা সভার প্রারম্ভে সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে পাঠ করা হয় পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে তেলাওয়াত। এর পর পরই, উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাব আফসানা শাখী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. ইরাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” বক্তারা আরও দৃঢ়ভাবে জানান যে, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দিনের কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে ছিল- সফল সমবায় সমিতিগুলোর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান, লাকী কুপন ড্র, পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ।
এই দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যারা সমবায় আন্দোলনের মাধ্যমে একটি শক্তিশালী সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।