বানারীপাড়া প্রতিনিধি।।
বানারীপাড়ায় ইলুহার থেকে থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত শাহরিয়ার ও বেলাল নামের ২ মাদক ব্যাবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪শত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২নভেম্বর সোমবার রাতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: বায়েজিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ডে দন্ডিত করা হয়।
জানাগেছে ২নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: আরাফাতের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ইলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে ওই এলাকার শাহরিয়ার আব্দুল্লাহ ও বেলাল নামের দুই মাদক ব্যাবসায়ীকে ইয়াবা সহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২পিচ ইয়াবা উদ্দ্বার করা হয়।পরে তাদের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয় আসামীকে ৪শত টাকা করে নগদ জরিমানা আদায় করা হয়।
শাহরিয়ার আব্দুল্লাহ ইলুহার গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বেলাল একই গ্রামের মো: শাহ আলমের ছেলে। ৩ নভেম্বর মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।