শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলা-৪ আসনে ধানের শীষের টিকিট পেলেন নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের উচ্ছাস প্রকাশ

নুর উল্লাহ আরিফ চরফ্যাশন প্রতিনিধি।। 

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০ আসনের মধ্যে ২৩২টি আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।

সোমবার (০৩ নভেম্বর) বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ভোলার ৪টি আসনের মধ্য দুটিতে সাবেক প্রার্থী বহাল রাখলেও দুটিতে নতুন প্রার্থী মনোনীত করা হয়েছে।

ভোলা-১ (ভোলা সদর) আলহাজ গোলাম নবী আলমগীর ( নতুন) ভোলা-২ (বোরহান উদ্দিন -দৌলতখান) মো. হাফিজ ইব্রাহিম ( সাবেক) ভোলা-৩ ( লালমোহন-তজুমূ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (সাবেক) এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (নতুন) তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।

কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চরফ্যাশন ও মনপুরায় বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল আতশবাজি করেছ। এছাড়াও চরফ্যাশনের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন জেলার ২৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কিছু আসনে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *