শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে একই পরিবারে চার জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে দুই শিশুর ঝগড়ার জেরে শিশুর পিতাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার শশীভূষণ থানার চর কলমি ইউনিয়নের মেঘভাসান সুলিজ বাজারে এঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন- হামিদ মুন্সি, মজিবল, জসিম ও সবুজ। হামিদ মুন্সীর ভগ্নিপতি নুরনবী পাটওয়ারী জানান, শনিবার সকাল ৮টার দিকে প্রতিবেশী ফজলের ছেলে জিসান এবং হামিদ মুন্সির ছেলে জিহাদের ঝগড়া হয়।

এনিয়ে দুপুরের পর ফজলের ছেলে (জিসানের ভাই) শাকিল স্থানীয় সুলিজ বাজারে হামিদ মুন্সির সঙ্গে খারাপ আচরণ করলে দুইজনের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। তখন উপস্থিত লোকজন উভয়কে থামিয়ে দেন । সন্ধ্যার পর হামিদ মুন্সিসহ আহত অন্যরা সুলিজ বাজারে গেলে ফজল, ফারুক ও মফিজসহ ৭/৮জন ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে তাদের উপর হামলা করে।

এতে হামিদ মুন্সীসহ তার পরিবারের চারজন আহত হয়েছে। অভিযুক্ত ফজলও ফারুকের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য জানাযায়নি। শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *