শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

দখল ও দূষণে মৃতপ্রায় খাল উদ্ধারে পরিষ্কার কার্যক্রম শুরু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ

দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া কলাপাড়া পৌর শহরের বহমান চিংগুড়িয়া, এতিমখানা ও রহমতপুর খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কলাপাড়া পৌর প্রশাসন। দীর্ঘদিন ধরে পৌরবাসীর প্রত্যাশিত এ দাবি বাস্তবায়নে খাল পরিষ্কার কাজে হাত দেওয়ায় প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ।

কলাপাড়া পৌর শহরের খালগুলো উদ্ধার, পরিষ্কার ও খননের দাবিতে এর আগে বিভিন্ন সময় সচেতন নাগরিক সমাজ মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার পৌর শহরের রহমতপুর অংশের খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক কাউছার হামিদ। পৌর কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে এতিমখানা, নতুন বাজার ও চিংগুড়িয়া খাল পরিষ্কার করা হবে।

পৌর শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, খাল পরিষ্কার ও খননের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বর্তমান পৌর প্রশাসক এ উদ্যোগ নেওয়ায় তাকে অভিনন্দন জানাই। আরেক বাসিন্দা শফিকুর রহমান বলেন, দুর্গন্ধ ও মশার জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আশা করছি খাল পরিষ্কারের ফলে মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে।

ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এটি আমাদের প্রাণের দাবি। খাল বাঁচলে পৌরবাসী বাঁচবে। এ মহৎ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, পৌর শহরের অভ্যন্তরের খালগুলো পরিষ্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে খালে জমে থাকা পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

‎বরিশাল ১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *