শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎গৌরনদীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

‎​সোলায়মান তুহিন।।

‎​ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গৌরনদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‎​ইসলামী কৃষ্টি ও সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে আরও জনপ্রিয় করে তুলতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবরাহীম।

‎​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবরাহীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন। তিনি বলেন, “তোমরা যারা শিক্ষার্থী, তোমরাই এই দেশের ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল করাই তোমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; একই সাথে তোমাদেরকে সুনাগরিক, চরিত্রবান এবং মানবিক গুণে গুণান্বিত হতে হবে। ইসলাম আমাদের শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তোমাদের জীবনে সেই মহান আদর্শকে ধারণ করতে হবে।”
‎​তিনি আরও যোগ করেন, ইসলামী জ্ঞান ও নৈতিকতার চর্চা একটি সুশৃঙ্খল সমাজ গঠনে অপরিহার্য। আজকের এই প্রতিযোগিতা শুধু মেধার লড়াই নয়, এটি আমাদের সংস্কৃতির শেকড়ের সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুল রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা প্রমুখ।

‎​এছাড়াও আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন সহ গাউসিয়া আলীম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *