বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানীতে দাদনের টাকা না দেওয়ায় জেলেকে হত্যার অভিযোগ

ইন্দুরকানী প্রতিনিধি।।

পিরোজপুরের ইন্দুরকানীতে দাদনের টাকা পরিশোধ না করায় মো. মিজানুর রহমান (৪৫) নামের এক জেলেকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১২নভেম্বর) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাউদখালী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মাঝি খালেক শেখের কাছ থেকে মিজানুর রহমান এক মাস আগে সাগরে মাছ ধরার জন্য ৫হাজার টাকা দাদন নেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি সাগরে যেতে না পারায় টাকা ফেরত দিতে পারেননি।

ঘটনার দিন মিজানুর রহমান আত্মীয়ের বাড়িতে তার দাদী ও শাশুড়ীর মৃত্যুসংবাদে রওনা হন। পথে মাঝি খালেক শেখ ও তার ছেলে মহারাজ তাকে আটক করে নিজ বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার পরে খালেক শেখ পুলিশকে জানায়, “মিজানুর আমার ঘরে বিষপান করে মারা গেছেন।”

তবে নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করেছেন, “আমার স্বামীকে খালেক ও তার ছেলে মহারাজ রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে। পরে তারা বিষ খাওয়ার নাটক সাজিয়েছে।”

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে,অভিযুক্ত খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *