চরফ্যাশন প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পাচ্ছেন এনসিপির সংযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম নেন তিনি।
এদিকে যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জুর দলের মনোনয়ন ফরম সংগ্রহ করার খবরে চরফ্যাশন – মনপুরার দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
উজ্জীবিত নেতাকর্মীরা শাহাদাত হোসেন মঞ্জুকে মনোনয়ন প্রদানে যুবশক্তির কেন্দ্রীয় নেতারা সুপারিশ করায় তাদের অভিনন্দন জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।