শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জ প্রতিনিধি: অশোক সেন

গোপালগঞ্জে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে ঢাকা–খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি সেনাবাহিনী ও যৌথবাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা যায়।

গোপালগঞ্জের পুলিশ সূত্র জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু ছাত্রলীগ নেতাকর্মীও এ সময় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। তবে দ্রুত অভিযানে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *