শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জনগণ অনেক দলের সরকার দেখেছে, কেউ জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি: অধ্যক্ষ মোস্তফা কামাল

চরফ্যাশন প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। জনগণের প্রত্যাশা মতো কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারেনি। যে দলের নেতা কর্মীরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত তারা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে।

কেউ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ আবার দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দলগুলোকে জনগণের দেখা শেষ। বিগত দিনে জামায়াতের কোন এমপি মন্ত্রী কিংবা নেতা কর্মীদের গায়ে দুর্নীতির কাদা লাগেনি। এখন জনগণ মনে করছে জামায়াতে ইসলামী’র দ্বারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে, ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মটর সাইকেল র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করা হবে। বেকারত্ব দূর করলে দেশে অপরাধের প্রবণতা অনেকাংশ কমবে।

চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করবো। আমাদের প্রতিপক্ষ দলগুলোও জানে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মী মাদক সেবন করে না। সুতরাং আমরাই পারবো মাদকমুক্ত এলাকা গড়তে। আপনারা আমাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিলে চরফ্যাশনকে মাদকমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করবো।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম
প্রমুখ।

এর আগে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মটর সাইকেলের বহর চরফ্যাশন থেকে শুরু হয়ে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানার বিভিন্ন এলাকা ঘুরে চরফ্যাশন সদরে এসে শেষ হয়। বিশাল মোটর সাইকেল বহরের অগ্রভাগে অবস্থান নিয়ে ছাদখোলা গাড়ি থেকে হাত উঁচিয়ে তিনি উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *