ভোলা প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-১ আসনে শক্তিশালী শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলিশা ফেরিঘাট থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ব্যাংকের হাট, ভেলুমিয়া, বাগমারা ব্রিজ হয়ে বাংলাবাজারসহ ভোলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তিন–চার হাজার মোটরসাইকেল অংশ নেওয়া এ শোভাযাত্রা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
সমাবেশে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন,
“নিরাপদ বাংলাদেশ গড়তে জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে জামায়াত সরকার গঠন করবে। স্বাধীনতার পর বিভিন্ন সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি, লুটপাট ও নির্যাতনমুক্ত দেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, ধর্ম–বর্ণ নির্বিশেষে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই জামায়াতের লক্ষ্য। গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন,
“জনগণ গণভোট চায়। জাতীয় নির্বাচনের আগে সরকারকে গণভোট দিতে বাধ্য করা হবে।”
দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে গিয়ে অধ্যক্ষ নজরুল বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা পূরণে জামায়াত তার ভূমিকা রেখেছে। অতীতে জামায়াতের দুই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারা প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ভবিষ্যতেও ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে জামায়াত।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়ত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌরসভা আমির জামাল উদ্দিন, জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর সেক্রেটারি আব্দুল গাফফার, পৌর সেক্রেটারি আতাউর রহমান কামাল ও পৌর নায়েবে আমির রুহুল আমিন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।