বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

সাওতুল কুরআন–২০২৫ : বরিশাল বিভাগের অডিশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
অমান সিম সাওতুল কুরআন–২০২৫ রিয়েলিটি শো (সিজন–১১) এর বরিশাল বিভাগের অডিশন শুক্রবার (২৮ নভেম্বর) বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিযোগী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ।

জি-টিভিতে প্রচারিত জনপ্রিয় এই কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বরিশাল জোনের পরিচালক সাইফুল ইসলাম সাঈফীর সভাপতিত্বে অনুষ্ঠিত অডিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিম বরিশাল জোনের ম্যানেজার মাহমুদ হাসান মিঠু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটির সাবেক কাউন্সিলর ও আইডিয়াল জেনারেল হাসপাতালের এমডি নিয়াজ মাহমুদ বেগ এবং আমান সিম বরিশাল জোনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাওতুল কুরআন সিজন–১ এর চ্যাম্পিয়ন আশিক মুস্তাভি। সহকারী বিচারক ছিলেন ক্বারী মাসউদ বিন মোস্তফা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অমান সিম এবং আমরা—মহাগ্রন্থ আল-কুরআনের এ আয়োজনের সাথে থাকতে পেরে গর্বিত। সবার সুযোগ হয় না কুরআনের খেদমতে নিজেকে যুক্ত করার, এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি রহমত। সাওতুল কুরআন রিয়েলিটি শো যতদিন চলবে, আমান সিম ততদিন সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “এ ধরনের কোরআনভিত্তিক আরও বেশি প্রোগ্রাম আয়োজন প্রয়োজন।”

অনুষ্ঠানে প্রতিযোগী, অভিভাবক-অভিভাবিকা এবং বিচারকমণ্ডলী উপস্থিত ছিলেন। অডিশন শেষে দু’জন প্রতিযোগীকে ইয়েস কার্ড এবং চারজনকে ওয়েটিং কার্ড প্রদান করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *