শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে অপারেশনের মতো অতি সংবেদনশীল চিকিৎসা পদ্ধতিকে হাতিয়ার বানিয়ে ভয়াবহ প্রতারণার ঘটনা ফাঁস হয়েছে। অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে ইউরোলজি ও জেনারেল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি ও প্রতারণা করে আসছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের চিকিৎসক ফিরোজ আহমেদ।

‎অবশেষে সোমবার (০১ডিসেম্বর) রাতে গৌরনদী উপজেলা প্রশাসনের অভিযানে তাকে আটক করা হলে তার প্রতারণার মুখোশ উন্মোচিত হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

‎প্রশাসন সূত্রে জানা গেছে ​আটক ফিরোজ আহমেদ পিরোজপুর জেলার স্বরূপকাঠির বাসিন্দা হলেও তিনি নিজেকে প্রকৃত চিকিৎসক ইউরোলজি ও জেনারেল সার্জন ডা. মো. আমিরুল ইসলাম’ এর নাম ও তার বিএমডিসি নম্বর ব্যবহার করে নিজেকে পরিচয় দিয়ে গৌরনদীতে চিকিৎসার নামে দীর্ঘদিন প্রতারনা করে আসছেন।

‎এই ভূ্যা চিকিৎসক বরিশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করে আসছিলেন। তিনি যেই চিকিৎসক এর পরিচয় দিতেন তার বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর (২৮৭৩৫)।  তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম। অথচ একই নাম্বার ব্যবহার করে ফিরোজ দীর্ঘদিন ধরে রোগীর জীবন বাজি রেখে অপারেশন চালিয়ে যাচ্ছিলেন।

‎​রোগীর জীবনের মতো পবিত্র দায়িত্বকে পুঁজি করে এত বড় জালিয়াতির ঘটনার সূত্র ধরে সোমবার রাত ৯টায় গৌরনদী উপজেলার টরকি (সুন্দরদী) এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ।

‎​আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ অন্যের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখা, অপারেশন করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার কথা স্বীকার করেন।

‎​প্রতারণার এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে এমন ছেলেখেলা করার সাহস হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে পেল? কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কেবল অর্থের লোভে একজন ভুয়া সার্জনকে অপারেশন থিয়েটারে প্রবেশাধিকার দেওয়ায় তাদের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা ক্ষমার অযোগ্য! আমরা ভূয়া চিকিৎসক ও হাসাপাল কর্তৃপক্ষের দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।

‎​গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানিয়েছেন, স্বাস্থ্যসেবার নামে যারা প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং জনজীবনের নিরাপত্তায় এমন অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *