সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে আল মদীনা ফাউন্ডেশনের উদ্যোগে ২য় বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল ২৫খ্রী: ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ডিসেম্বর) ঐতিহ্যবাহী বাগদুলী বাজার গো-হাট চত্বরে তাফসীরুল কুরআন মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আল মদীনা ফাউন্ডেশনের সভাপতি ডা: আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও আল মদীনা ফাউন্ডেশনের সহসভাপতি মো: জলিলুজ্জামান খানের সঞ্চালনায় তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ঢাকা কাওরান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদের খতীব মাওলানা ক্বারী আব্দুর রহিম আল মাদানী, প্রধান বক্তা হিসেবে জ্ঞানগর্ব আলোচনা পেশ করেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ইমাম, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব।
মাহফিলে জিকির পরিচালনা করেন বাগদুলী বাজার বাইতুন নুর জামে মসজিদের খতীব মাওলানা মো: মতিউর রহমান সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো: এনামুল হক কামরান মিঞা, অর্থ সম্পাদক :আলমাছ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: মোতালেব হাসান। মাহফিল শেষে হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।