সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ডিসেম্বর) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির–এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. খোকন আহমেদ হীরা, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সদস্য মোল্লা ফারুক, কাজী আলআমিন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম জহির বলেন,
“আজ আমরা কোনো একটি পত্রিকার পক্ষে নয়—আমরা দাঁড়িয়েছি সত্যের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে। সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ একটি সুপরিকল্পিত অপচেষ্টা, যার লক্ষ্য স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখানো ও স্তব্ধ করে দেওয়া। যারা কলমকে ভয় পায়, তারাই আগুন হাতে নেয়। যারা সত্য সহ্য করতে পারে না, তারাই সংবাদমাধ্যমে হামলা চালায়।”
তিনি আরও বলেন,“সংবাদমাধ্যমে হামলা মানে রাষ্ট্রের মেরুদণ্ডে আঘাত। আজ যদি পত্রিকা অফিস পুড়ে যায়, কাল জনগণের অধিকার পুড়ে যাবে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতরা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
অন্যান্য বক্তারা বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের মূল ভিত্তি। সংবাদমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে গণমাধ্যমকে টার্গেট করছে বলেও তারা মন্তব্য করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. পলাশ তালুকদার, সাংবাদিক আনিচুর রহমান, , সাংবাদিক সোলায়মান তুহিন, সাংবাদিক উত্তম কুমার, এস এম মোশারফ,সাংবাদিক এ এস মামুনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। ব্যানারে লেখা ছিল “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ।”
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হামলা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।