আযাদ আলাউদ্দীন ।।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় বইমেলা।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
সোমবার রাত সাড়ে আটটায় নগরীর সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় বইমেলা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব এসব তথ্য জানান। এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর বেলস্ পার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল থাকবে।
বইমেলা আনন্দময় করতে দর্শকদের জন্য বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়াও বিকেলে কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
উল্লেখ্য, মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।