বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের মনোনয়নপত্র জমা

‎সোলায়মান তুহিন, গৌরনদী //
‎বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
‎সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

‎এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি ও গৌরনদী থানা মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল আজিজ এবং হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব মনোজ কুমার গোমস্তা।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, নির্বাচন পরিচালনা আইন বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, “আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি আমাদের সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিচ্ছি। আইন ও নিয়মের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমেই বিজয় অর্জন করাই আমাদের লক্ষ্য।”

‎তিনি আরও বলেন, “কোনো নেতাকর্মী যদি আচরণবিধি লঙ্ঘন করেন, সে ক্ষেত্রে দলীয় বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা করা হবে না—প্রয়োজনে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

‎মনোনয়নপত্র জমা শেষে গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *