বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে বিভাগীয় বইমেলার দ্বিতীয় দিন আজ

নিজস্ব প্রতিবেদক :

শুরু হয়েছে ৯ দিনব্যাপী বরিশাল বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার নগরীর বেলস্ পার্ক মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। উদ্বোধনের পর অতিথিরা মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল ঘুরে দেখেন। সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আজ বরিশাল বিভাগীয় বইমেলার দ্বিতীয় দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বই হলো মানুষের সেরা বন্ধু—যা কখনো প্রতারণা করে না। সন্তানকে একটি ভালো বই কিনে দেওয়া মানে তাকে একটি ভালো বন্ধু উপহার দেওয়া। ভালো বই আমাদের জন্য হতে পারে জীবনের পথপ্রদর্শক।
তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমে আমরা নতুন তথ্য, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করি। বই মানুষের মানসিক বিকাশ ঘটায় এবং কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি উৎসাহিত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, স্থানীয় সরকারের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ খালিদ হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল অংশগ্রহণ করছে। বইমেলাকে আরও প্রাণবন্ত করতে বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *