সোমবার, এপ্রিল ৭, ২০২৫
চ্যাম্পিয়নস্ ট্রফি
চ্যাম্পিয়নস্ ট্রফি

বাংলাদেশে কবে আসবে চ্যাম্পিয়নস ট্রফি, ভারতে যাবে কি?

বাংলাদেশ বাণী ডেস্ক॥

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার কথা আগামী ১৯ ফেব্রুয়ারি। সেই হিসেবে টুর্নামেন্ট শুরু হতে বাকি ৯৪ দিন।

যদিও আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি। এমনকি টুর্নামেন্ট আদৌ পাকিস্তানে হবে কি না, তাও নিশ্চিত নয়।

কারণটা সবার জানা। পাকিস্তানে দল পাঠাতে রাজি নয় ভারত সরকার। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এবার কোনো ছাড় দিতে চাইছে না। যে করেই হোক, চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করতে চাইছে পিসিবি।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রেষারেষির মধ্যেই গতকাল থেকে বিশ্ব ভ্রমণ শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফি, যাতে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি
ওয়ার্ল্ড’। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই আইসিসির এমন উদ্যোগ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর

তারিখ                           প্রদর্শনীর স্থান
১৬-২৫ নভেম্বর                     পাকিস্তান
২৬-২৮ নভেম্বর               আফগানিস্তান
১০-১৩ ডিসেম্বর                    বাংলাদেশ
১৫-২২ ডিসেম্বর              দক্ষিণ আফ্রিকা
২২ ডিসেম্বর-৫ জানুয়ারি         অস্ট্রেলিয়া
৬-১১ জানুয়ারি                 নিউজিল্যান্ড
১২-১৪ জানুয়ারি                      ইংল্যান্ড
১৫-২৬ জানুয়ারি                       ভারত
২৭ জানুয়ারি থেকে                  পাকিস্তান

গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর। আজ নিয়ে যাওয়া হবে ঐতিহ্যবাহী স্থান তক্ষশীলা ও খানপুরে। ট্রফি প্রদর্শনীর শুরুর দিকে থাকবেন
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের পর টুর্নামেন্টে অংশ নিতে চলা বাকি দেশগুলোতেও হবে ট্রফি প্রদর্শনী। দেশগুলো ঘুরে ট্রফিটি আয়োজক দেশ পাকিস্তানে
ফিরবে আগামী বছরের ২৭ জানুয়ারি।

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দল হওয়ায় স্বাভাবিকভাবে এখানেও ট্রফি নিয়ে আসা হবে। সূচি অনুযায়ী, বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হবে আগামী ১০ থেকে ১৩
ডিসেম্বর। তবে এই চার দিন ট্রফি শুধু রাজধানী ঢাকাতেই থাকবে নাকি দেশের অন্য কোনো স্থানে নিয়ে যাওয়া হবে, তা এখনো জানা যায়নি।

পদ্মা সেতুতে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গত বছরের আগস্টে
পদ্মা সেতুতে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গত বছরের আগস্টেছবি: শামসুল হক
সর্বশেষ বাংলাদেশে আইসিসি আয়োজিত কোনো ট্রফি নিয়ে আসা হয়েছিল গত বছরের আগস্টে। সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি, যা ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নিয়ে যাওয়া
হয়েছিল।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভারত সরকার যেহেতু পাকিস্তানে রোহিত-কোহলি-বুমরাদের পাঠাতে চায় না, তা ছাড়া পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ট্রফির
প্রদর্শনী নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে আপত্তি জানিয়েছে, তাহলে কি ভারতে ট্রফি নিয়ে যাওয়া হবে?

আরও পড়ুন
সূচি নেই, ভেন্যু ঠিক হয়নি—এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির ‘অদ্ভুত’ ট্রফি ট্যুর কেন
১৫ নভেম্বর ২০২৪
সূচি নেই, ভেন্যু ঠিক হয়নি—এর মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির ‘অদ্ভুত’ ট্রফি ট্যুর কেন
উত্তর হলো, হ্যাঁ। শুধু যাবেই না, ভারতেই সবচেয়ে বেশি ১২ দিন ট্রফির প্রদর্শনী হবে। ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময় ভারতে থাকবে চ্যাম্পিয়নস ট্রফি।
২৭ জানুয়ারি ট্রফিটি আবারও পাকিস্তানে ফিরবে।

ইসলামাবাদের ফয়সাল মসজিদে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হয়। এটি পাকিস্তানের জাতীয় মসজিদ
ইসলামাবাদের ফয়সাল মসজিদে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির প্রদর্শনী হয়। এটি পাকিস্তানের জাতীয় মসজিদছবি: পিসিবি
পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্যুর নিয়ে ভারতের আপত্তির পর প্রদর্শনীর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন মুজাফফরাবাদের নাম নেই।
দুই দেশের বিরোধপূর্ণ কোনো অঞ্চলে ট্রফি না নেওয়ার বিষয়টি পিসিবি নিশ্চিত করার পর বিকল্প স্থানের নাম জানিয়ে দিয়েছে।

আরো পড়ুন

Amtali

আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আমতলী প্রতিনিধি: আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *