বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় গাজাসহ আটক-৩

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।

জানা গেছে গত ৪জানুয়ারি (রবিবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে ও এস আই মোঃ মাইনুল হোসেনের সহযোগীতায় সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে তারা আটক করতে সক্ষম হন।

আটকৃতরা হলেন ধারালিয়া গ্রামের মৃত মোঃ হাকিম সরদারের ছেলে মোঃ রিপন সরদার(৪২) ও একই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজল(২০)। অপরদিকে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড় থেকে স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের সুজন মিয়াকেও এক পুড়িয়া গাজাসহ বানারীপাড়া থানা পুলিশ আটক করে। পরে উপজেলা মেজিস্ট্রেটের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) জনাব জি এম এ মুনিবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে গাজা সেবনের দায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান গত কয়েকদিন ধরে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ফলস্বরূপ মাদক কারবারিদের আটক করেছে থানা পুলিশ।তিনি আরো জানান যারা মাদকে আসক্ত তারা সমাজ ও দেশের শত্রু তাই মাদক নির্মূলে তাদের এ অভিযান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *