এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার কালু ভাই ব্যতিক্রমধর্মী এক উদ্যোগের মাধ্যমে এলাকায় আলোচনার সৃষ্টি করেছেন। পরিত্যক্ত ও নষ্ট ফ্রিজের ককশিট ব্যবহার করে তিনি নিজ উদ্যোগে একটি ছোট জাহাজ তৈরি করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অকেজো ফ্রিজের ককশিট সংগ্রহ করে সেগুলোকে দক্ষ হাতে জোড়া লাগিয়ে ভাসমান এই ছোট জাহাজটি নির্মাণ করেন কালু ভাই। সীমিত উপকরণ ও নিজস্ব চিন্তাশক্তির সমন্বয়ে তৈরি এই জাহাজটি ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয়রা বলছেন, নষ্ট ও পরিত্যক্ত জিনিসকে পুনর্ব্যবহার করে এমন সৃজনশীল কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার দৃষ্টান্তও স্থাপন হচ্ছে।
কালু ভাই জানান, ইচ্ছা থাকলে অল্প সামগ্রী দিয়েও বড় কিছু করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় আকারে এমন উদ্যোগ নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
এলাকাবাসী মনে করছেন, কালু ভাইয়ের এই উদ্যোগ তরুণদের নতুন কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।