বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল বিভাগীয় ইমাম সম্মেলনে ড. আলী রিয়াজ

আযাদ আলাউদ্দীন ।।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিগত ১৬ বছর গুম, খুনসহ নানারকম ভয়াবহ অপরাধের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে ফ্যাসিস্টরা। সেই সময়ের মতো অপরাধ আর ভবিষ্যতে না চাইলে গণভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দিতে হবে এবং এর পক্ষে প্রচারণা চালাতে হবে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে- জুলাই জাতীয় সনদের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরে বলেন, আমাদের সবার মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে সবাইকে দেশের কল্যাণের পক্ষে এবং গণভোটে ‘হ্যা’ এর পক্ষে থাকতে হবে।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর বেলস্ পার্কে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন- বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

সমেলনে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত না করতে পারলে- খুনি মাফিয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে।  তারা দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে উপস্থিত ইমামদের একাংশ

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *