নিজস্ব প্রতিবেদক।।
আজ ২৫ মার্চ ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মাওলানা নেছার উদ্দিনের ১৪ তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এইদিনে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এ সময় তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে মো. কামালউদ্দিন তুহিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী এবং ছোট ছেলে মো. জোবায়ের হোসেন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে নটিক্যাল সায়েন্সের ২য় বর্ষের শিক্ষার্থী।
তার ১৪ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পদ্মামনসা গ্রামে নিজ বাড়িতে বিকেলে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান মরহুমের বড় ভাই মাওলানা মোহাম্মদ মহসিন। মাওলানা নেছার উদ্দিন দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীনের বড় ভাই। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।