বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দীর্ঘ ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপ-সহকারী প্রকৌশলী

পিরোজপুর প্রতিনিধি //
পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করলেও সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেছে সড়ক বিভাগ।
পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতির কারণে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা সম্ভব হচ্ছে না।
সূত্র আরও জানায়, পরিস্থিতির প্রেক্ষিতে গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এ বিষয়ে আবুল খায়ের সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।এ প্রসঙ্গে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।
অফিসিয়ালি বিভিন্ন সময়ে তাকে চিঠি দেওয়া হয়েছে; তবে তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অনুপস্থিতির কারণে সওজের দাপ্তরিক ও উন্নয়নমূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *